বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও বলিউডে কেরিয়ার গড়ে সফল এই সুপারস্টাররা! একনজরে তালিকা


 নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া

বলিউডের পথে না গিয়ে নেহা ধুপিয়াকে তাঁর অভিভাবকরা পড়াশোনা সংক্রান্ত পথে নিয়ে যেতে চেয়েছিলেন। মেয়ে নিজের কেরিয়ারে যাতে সাফল্য পান তার জন্য নেহা ধুপিয়ার অভিভাবকরা চেয়েছিলেন যে নেহা যেন আইএএস অফিসার হয়ে ওঠেন। বলিউডের পথে না গিয়ে, যেন নেহা ধুপিয়া
একতন তাবড় আমলা হয়ে দেবশ সেবা করতে পারেন, তার চেষ্টা করেন তাঁর বাবা মা। তবে অভিবাবকদের যাবতীয় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেহা যোগ দেন বলিউডে।

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

এদিকে, সুশান্ত সিং রাজপুত এআইট্রিপলই-তে বড় ব়্যাঙ্ক পান। এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজে যোগও দেন। তবে পড়াশোনা শেষ হওয়ার আগেই সুশান্ত মুম্বইতে চলে যান। সেখানে নিজের মতো করে স্বপ্ন পূরণের চেষ্টা করেন। ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সুশান্ত ধীরে ধীরে শামক দাবারের কাছে নাচের তালিম নেন। যদিও তাঁর বাবা এ মা চেয়েছিলেন তিনি বড় ইঞ্জিনিয়ার হবেন,তবে বলিউডের তাবড় তারকা হয়ে কার্যত স্রোতের উল্টো দিকে হাঁটেন তিনি।

কঙ্গনা

কঙ্গনা

পাহাড়ি এলাকার সাধারণ পরিবারে জন্ম নেন কঙ্গনা রানাওয়াত। খুবই কম বয়সে তিনি চলে আসেন বলিউডে। অনুরাগ বসুর পরিচালনায় তিনি ‘গ্যাংস্টার’ ছবিতে অংশ নেন। নায়িকা হিসাবে জন্ম হয় কঙ্গনার। তবে তাঁর বাবা মা চেয়েছিলেন যে তিনি বড় হয়ে চিকিৎসক হোন। তবে সেই আশায় কার্যত দাড়ি টেনে তিনি বেড়িয়ে পড়েন মুম্বইয়ের পথে।

আমির খান

আমির খান

বলিউডে তারকা পরিবারের সন্তান হয়েও বলিউডে আসতে আমিরকে বারণ করেন তাঁর অভিভাবকরা। অভিনেতা নন। আমিরের বাবা মা চেয়েছিলেন যে, তিনি যাতে, ইঞ্জিনিয়ার হয়ে দেশকে গর্বের জায়গায় তুলে ধরেন। তবে আমির দেশকে গর্ব এনে দেন। আর তা তাঁর বলিউডের পর পর ব্লকবাস্টারের হাত ধরে। যা বিশ্বের দরবারে বহু হল-এ আলাদা রেকর্ড গঠন করে।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বাবা নামী ক্রীড়াবিদ প্রকাশ পাড়ুকোন। মায়ের রয়েছে ব্যবসায়িক প্রেক্ষাপট। সেই জায়গা থেকে মেয়ে বলিউডে গিয়ে ফিল্মে অভিনয় করবেন, তা মেনে নিতে পারেনি পাড়ুকোন পরিবার। বাবা প্রকাশ চেয়েছিলেন দীপিকা যাতে ব্যাটমিন্টনকেই আপন করে নেন। তবে তা হয়নি। কিন্তু নিজের লক্ষ্যে স্থির থেকে দীপিকা এক অনন্য সাফল্য পেয়ে যান বলিউডে। যা নিয়ে খুশি পাড়ুোকন পরিবার।

via Bangla Newspaper https://ift.tt/3onO25Z - allbangladeshiwebsite.xyz

Related Posts

Comments

Thank you for comment
Emotions
Copy and paste emojis inside comment box