এএসআইকে হত্যা: মাদক ব্যবসায়ী ৩ দিনের রিমান্ডে
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মাদক ব্যবসায়ী পারভেজ রহমান ওরফে পলাশ মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন হারাগাছ আমলি আদালতের বিচারক আল-মাহবুব এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি পলাশকে আদালতে হাজির করা হয়। পরে আদালতে মামলার তদন্তভার পাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
আবেদনের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর ছাড়াও পলাশকে পিয়ারুল হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন রংপুর পিবিআইর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর হারাগাছের সিগারেট কোম্পানি মোড় এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে পারভেজ রহমান ওরফে পলাশ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতের শিকার হন এএসআই পেয়ারুল ইসলাম।
পরের দিন বেলা সোয়া ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় একটি মাদক এবং হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-(পিবিআই)।
নিহত পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রহমান মিন্টুর ছেলে। তিনি মৃত্যুর সময়ে স্ত্রীসহ দুই ছেলে শিশু সন্তান রেখে গেছেন। গত শনিবার রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
via Bangla Newspaper https://ift.tt/39Shl8v - allbangladeshiwebsite.xyz
Comments