Super Old Age: মানুষ ১৫০ বছর পর্যন্তও বাঁচতে পারে! প্রকাশ গবেষণায়
নিজস্ব প্রতিবেদন: গবেষণা বলছে, চাইলে মানুষ কম করেও ১৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তা এমনকি টেনে নিয়ে যাওয়া যায় ১৫০ বছরেও!
এ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে’। এর গবেষকরা দেখেছেন, মানুষের আয়ুর সেই অর্থে কোনও ঊর্ধ্বসীমা নেই। গবেষণাটি করেছেন লসনে’র (Lausanne) সুইস ফেডেরাল ইনস্টিটিউট অব টেকনোলজির (Swiss Federal Institute of Technology) বিজ্ঞানীরা।
আরও পড়ুন: World Heart Day: সামান্য খারাপ লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে!
গবেষকরা জানিয়েছেন, পরিবেশ দূষণের ফলে আগের চেয়ে মানুষের জীবনের ঝুঁকি বেড়েছে। তবে এর পরেও মানুষের আয়ুষ্কালের মূলগত কোনও পরিবর্তন হয়নি। বয়স চল্লিশের কোঠায় পৌঁছনোর পর থেকেই যদি জীবনযাপনকে মোটামুটি ঠিক ভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় তবে দীর্ঘায়ু হওয়াটা খুব আশ্চর্যের নয়।
গবেষণার জন্য ‘সুপার সেন্টিনারিয়ান’ (বয়স ১১০ বা তার বেশি) ও ‘সেমি-সুপার সেন্টিনারিয়ান’ (বয়স ১০৫ বা কার বেশি)– এই দুই গোত্রের মানুষের ডেটা বিশ্লেষণ করা হয়েছে। জানা গিয়েছে, গবেষকরা ১৩টি দেশের ১০৫ এবং ১১০ বছরেরও বেশি বয়সি এমন ১০০০-এরও বেশি পুরুষ-মহিলা-সহ বিভিন্ন বয়সিদের আযুষ্কাল সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
মানুষ কি তা হলে প্রায় অমর? গবেষণার উপজীব্য জেনে বিস্মিত হচ্ছেন মানুষ। তবে তাঁরা মানছেন, অতীতে মেডিক্যাল সায়েন্স যখন উন্নত ছিল না, তখনও মানুষ দীর্ঘায়ু হতেন। সুতরাং বিষয়টি অসম্ভব কিছু নয়।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Salad: পুজোর আগে ওজন ঝড়াতে সহজেই বানিয়ে নিন স্যালাড
via Bangla Newspaper https://ift.tt/3ih5PrV - allbangladeshiwebsite.xyz
Comments